খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ
ইশরাকের শপথ

রিট খারিজের বিরুদ্ধে আপিল করা হবে : আইনজীবী

গেজেট ডেস্ক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে শপথ নিতে বাধা নেই। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টের আদেশ বলা হয়, রিটকারীর এ মামলায় রিট করার এখতিয়ার নেই, এ মর্মে রিট খারিজ করা হলো। যেহেতু মামলাটি জনস্বার্থ বিষয় নয়, এটিতে ব্যক্তি স্বার্থ জড়িত। রিটকারী এ মামলায় পক্ষভুক্ত হতে পারেন না। এ মর্মে রিট সরাসরি খারিজ করা হলো।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাব। জোরপূর্বক আদেশ আদায় করা হয়েছে।

এদিকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, রিট খারিজ হওয়ায় শপথে বাধা নেই, শপথ না দিলে আদালত অবমাননার শামিল হবে। ২৪ ঘণ্টার মধ্যে শপথ না দিলে আদালত অবমাননা হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যে উপদেষ্টা শপথ দিতে এতদিন বাধা দিয়েছেন তিনি কোন দলের পক্ষে এটা করেছেন, আজকের আদেশের পর শপথে বাধা নেই। সুপ্রিম কোর্টের আইনজীবীরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন মামলার প্রতি।

এর আগে গতকাল বুধবার (২১ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

গত ১৪ মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ।

গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। চলতি বছরের ২৭ মার্চ ডিএসসিসির ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির পালন করে আসছে তার সমর্থকেরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!