খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ: নজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান বলেন, গত ১৭ বছর জামায়াতের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। যা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরীর পশ্চিম বানিয়াখামার ঈদগাহ প্রাইমারী স্কুলে অনুষ্ঠিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখি, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুবসমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অধ্যাপক নজিবুর রহমান আরও বলেন, যুবসমাজ যে কোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের নির্দেশনা গুরুত্বের সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্ত আনুগত্যের মূর্ত প্রতীক হতে হবে। গণঅভ্যুত্থানের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে ছাত্র-জনতার পাশাপাশি যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাস যুবসমাজের হাত ধরেই নির্মিত হয়েছে। বাংলাদেশের যত বড় বড় অর্জন সেগুলোও যুবসমাজের পরিশ্রমের ফসল। হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীরের মতো প্রাণচঞ্চল যুবকদের হাতেই এসেছে আমাদের বড় বড় অর্জন। তাই জাতির এই ক্রান্তিকালে যুবসমাজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই বরং সত্যের পতাকা উড্ডীন ও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে।

জামায়াতে ইসলামীর ২৬ নং ওয়ার্ড আমীর মাওলানা ছফির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহা. আব্দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম। বক্তৃতা করেন থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, সোনাডাঙ্গা থানা যুব বিভাগের প্রধান মর্তুজা বিল্লাহ, ২৫ নম্বর ওয়ার্ড আমীর ড. তহিরুল আহসান তোহা, ১৮ নম্বর ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, ২৬ নং ওয়ার্ড শিবির সভাপতি মো. হুসাইন, জামায়াতে ইসলামীর ২৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শামিম হাসান, সেক্রেটারী এস এম আব্দুর রহমান আলম, ২৫ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি গোলাম রাব্বী, ওয়ার্ড সমাজ কল্যাণ সম্পাদক ড. নাঈমুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!