খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারতে বাংলাদেশের ৪টি বেসরকারি টেলিভিশনের ইউটিউব বন্ধ করা হয়েছে

রাফীর ‘লায়ন’ স্থগিত, চট্টগ্রামের গল্পের নতুন সিনেমায় জিৎ

বিনোদন ডেস্ক

নেটফ্লিক্সের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে কাজ করে নতুন করে আলোচনায় পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা জিৎ। নিজের প্রথম সিরিজে আলোচনার তুঙ্গে থাকলেও দীর্ঘদিন ছিলেন না নতুন সিনেমার খবরে। মাঝে বাংলাদেশের তারকা পরিচালক রায়হান রাফীর সঙ্গে ‘লায়ন’ সিনেমা করেছেন এমন খবর প্রকাশ্যে এসেছিল।

তবে গেল বছরের নভেম্বর গণমাধ্যমকে প্রথম জানিয়েছিল, বাজেট জটিলতায় আপাতত হচ্ছে না জিৎ-রাফীর এই সিনেমা। তখন সে খবরের প্রতিবাদও জানিয়েছিলেন পরিচালক। তবে এবার কলকাতার দৈনিক আনন্দবাজারও জানাচ্ছে, ‘লায়ন’ সিনেমা এখন স্থগিত। জিৎ মন দিয়েছেন ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ শিরোনামের নতুন একটি সিনেমায়। আর এই সিনেমার মাধ্যমে প্রথমবার বায়োপিকে কাজ করতে যাচ্ছেন জিৎ। সিনেমাটি পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন পথিকৃৎ বসু।

সিনেমার গল্প প্রসঙ্গে জানা গেছে, বাংলাদেশের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের চরিত্রে দেখা যাবে জিৎকে। এটি একটি পিরিয়ড সিনেমা হতে চলেছে। অনন্ত সিংহের জীবন রহস্যে মোড়া। স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি। মাস্টারদা ছিলেন তাঁর আদর্শ। ইংরেজদের হাতে ধরা পড়ে অনন্তর জেলও হয়। সেলুলার জেলে বন্দি ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ছাড়া পান। কিন্তু এই স্বাধীনতা চেয়েই কি লড়াই করেছিলেন? সেই প্রশ্ন ভাবাতে থাকে তাঁকে। দেশের দারিদ্র, দুর্নীতি, ধনী-গরিবের ভেদাভেদ তাঁকে অস্থির করে তোলে। এর পরেই বড় বদল আসে অনন্তর জীবনে। তিনি ব্যাঙ্ক এবং বিত্তশালীদের সম্পত্তি লুঠ করতে থাকেন আর তা বিলিয়ে দেন সাধারণ মানুষের মধ্যে। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যান অনন্ত।

পরিচালক জানিয়েছেন, যেহেতু এটি পিরিয়ড সিনেমা, তাই রিসার্চেরও বড় ভূমিকা রয়েছে। ছবির প্রাক-প্রযোজনা পর্ব চলছে। অন্যান্য চরিত্রের অভিনেতা বাছাই পর্ব এখনও চূড়ান্ত নয়। মাসখানেকের মধ্যেই সিনেমাটি ফ্লোরে যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!