রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। মুহূর্তেই আগুন রুইলুই পাড়ায় অবস্থিত মনটানা রেস্তোরাঁসহ আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক, নীল পাহাড়ি, চিলেকোঠা, বাতায়ন, বিহানসহ ২০টির বেশি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার।
সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, ‘অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না।’
তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট রওনা হয়েছে। এই প্রতিবেদন লেখার সময়েও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
খুলনা গেজেট/এনএম/এএজে