খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে পটিয়ায় বাস-সিএনজি অটো রিকশা সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন
কচুরিপানার রাখি তৈরি করে ভারতের ১২ হাজার মেয়ে স্বাবলম্বী

প্রধানমন্ত্রীকে উপহার পাঠিয়েছে ভারতের বনগাঁ পৌরসভা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, যশোর

‘কচুরিপানা আনবে সোনা’ এই স্লোগানকে সামনে রেখে শুভ রাখি বন্ধন উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন ভারতের ইছামতি কমিউনিকেশন ও বনগাঁ পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বিজিবি ক্যাম্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

ভারতের ইছামতি কমিউনিকেশন ও বনগাঁ পৌরসভার পক্ষে পৌরসভার মেয়র গোপাল শেঠের নেতৃত্বে কচুরিপানার তৈরি রাখি হস্তান্তর করা হয়।

এসময় শেখ আফিল উদ্দিন বলেন, ভারত সরকারের প্রতিনিধিদের কাছ থেকে এই বিশেষ উপহার আমি গ্রহণ করেছি। ভারত সরকারের প্রতিনিধিগণ উপহারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেয়ার অনুরোধ জানান। আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমি উপহারটি অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবো।

সৌহার্দ্য,সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুসংহত রাখতে দুই দেশের মধ্যে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এমন কর্মকাণ্ডের ফলে দুই দেশের মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বনগাঁ পৌরসভার মেয়র গোপাল শেঠ বলেন, বাংলা সবাইকে শেখায়। দুই বাংলার একদিকে শেখ হাসিনা, অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই দু’জনের যে ভাবনা মহিলাদের স্বনির্ভর করতে হবে। লোনা জলের কচুরিপানা ব্যবহার করে আমাদের ১২ হাজার মেয়ে স্বাবলম্বী হয়েছে। এই বার্তা বাংলাদেশে পৌছে দিতেই এই উদ্যোগ। কচুরিপানার তৈরি রাখি দিয়ে দুই বাংলার সম্প্রীতি, সংহতি ও শান্তির মেলবন্ধন তৈরি হবে এটাই আমাদের প্রত্যাশা।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!