খুলনা, বাংলাদেশ | ৩০ ভাদ্র, ১৪৩১ | ১৪ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ফুটবল ফেডারেশন নির্বাচন ২৬ অক্টোবর, অংশ নেবেন না টানা ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিন
  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি গ্রেপ্তার
  ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ৮৭৫ : এইচআরএসএস

রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বিলম্বিত

ক্রীড়া প্রতিবেদক

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের আগে বৃষ্টি হয়েছিল। দ্বিতীয় টেস্টের আগেও দেখা গেল সেটি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও এখনও বৃষ্টি হচ্ছে সেখানে।

রাওয়ালপিন্ডিতে গত দু’দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ম্যাচের দিন সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। এখনও বৃষ্টি চলমান থাকায় ম্যাচ শুরু হবে বেশ সময় লাগতে পারে।

এর আগে, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পরে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। যার জবাবে ৫৬৫ রান তুলে বাংলাদেশ। পরে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে পাকিস্তান অলআউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। যা ১০ উইকেট হাতে রেখে টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পায় বাংলাদেশ।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!