খুলনা, বাংলাদেশ | ১৫ ফাল্গুন, ১৪৩১ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানে ১,৪০১ জন আহতকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি জানিয়ে গেজেট প্রকাশ

যৌথবাহিনীর অভিযানে মদ, গহনা, গান পাউডার ও ভারতীয় রূপিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৪৬ ভরি ওজনের স্বর্ণের গহনা, ৪৬২ লিটার চোলাই মদ, চেকবই, ভারতীয় রূপি এবং প্রায় ১০০ গ্রাম ওজনের গান পাউডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটা হতে ৪টা পর্যন্ত সাতক্ষীরার কালিগঞ্জে ও শহরের রসুলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইয়াসিন আলী, বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত ভগিরথ সরকারের ছেলে ওমাদ সরকার, মহৎপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে নবাব আলী ও শহরের রসুলপুর এলাকার মৃত সুজন মিয়ার ছেলে আজহারুল ইসলাম (৫৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহামন ও সদর থানার অফিকার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক।

যৌথবাহিনীর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কালিগঞ্জের একজন মাদক ব্যবসায়ী বৈধ লাইসেন্সকৃত মদ বিক্রির পাশাপাশি অবৈধ মদ বিক্রি করেন। তার তিনটি মদের দোকানের মধ্যে একটি বৈধ এবং বাকি দুইটি অবৈধ। অবৈধ দেশী মদ এলাকার বিভিন্ন মুদি দোকানে, স্কুল অথবা কলেজ পড়ুয়া ছাত্রদের কাছে এবং জেলা ভিত্তিক বিভিন্ন গ্রুপের কাছে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়।

উক্ত সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাহিদুল হক খান এর নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় পৌঁছে ১৭ লিটার দেশী মদসহ হাতেনাতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরবর্তীতে পুলিশ, ডিএসবি, ইউএনও এবং এসি লেন্ড ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে মদের দোকানের মালিক হাজির হন এবং মদ বিক্রি রেজিস্টার অনুযায়ী ১৭০০ লিটার দেশী মদ স্টোরে মজুদ আছে বলে জানান। পরবর্তীতে সকলের উপস্থিতিতে স্টোরে মজুদকৃত মদ পরিমাপ করা হলে মোট ২ হাজার ১৪০ লিটার পাওয়া যায়। যেখানে অতিরিক্ত ৪৪০ লিটার অবৈধ বলে মালিক স্বীকার করেন এবং ডিএন্ডসি ডিপার্টমেন্ট এর প্রতিনিধি উক্ত ৪৪০ লিটার বৈধ নয় বলে জানান।

পরবর্তীতে মদের দোকানটি তল্লাশি করা হলে মালিক কর্তৃক স্থানীয় মাদক সেবীদের নিকট থেকে অবৈধভাবে বন্ধককৃত বিপুল পরিমাণ স্বর্ণের গয়না,স্বাক্ষরকৃত ফাকা স্টাম্প এবং ফাকা ব্যাংক চেকের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকৃত গয়না স্থানীয় স্বর্ণকারের দোকান থেকে সেনাবাহিনী, পুলিশ, ডিএসবি, ডিএন্ডসি এবং এসিল্যান্ডের উপস্থিতিতে পরিমাপ করা হয়।

অভিযানকালে দুটি ২০০ লিটারের ড্রাম, একটি ৪০ লিটারের ড্রাম, ৯টি ২লিটারের ড্রাম এবং ৫০০মি.মি এর ১০টি বোতলে ৪৬২ লিটার অবৈধ বাংলা মদ, ৪৬ ভরি ওজনের স্বর্ণের গহনা (মাদক সেবীদের থেকে বন্ধককৃত), মাদকসেবীদের দ্বারা স্বাক্ষরকৃত বিভিন্ন বেশ কয়েকটি ফাকা স্টাম্প, চেক বই ১৮ টি এবং ২০৪০ ভারতীয় রূপি উদ্ধার করা হয়। এসময় শেখ ইয়াসিন আলী, ওমাদ সরকার ও নবাব আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ গ্রেপ্তার তিনজন আসামিকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এদিকে শুক্রবার ভোর রাত আড়াইটা হতে ৪টা পর্যন্ত সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ১০ রাইফেল এ্যামো, অনুমান ১০০ গ্রাম গান পাউডারসহ আজহারুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। মেজর মোঃ মুশফিক আহমেদ এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টহল দল আজহারুল ইসলাম বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় বাসার বিভিন্ন স্থান তল্লাশি করে উক্ত এ্যামো ও গানপাওডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ্যামো সহ আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!