খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক দল গুলোর মধ্যে যুবলীগ একটি ঐতিহ্যবাহী, আদর্শবাদী এবং শক্তিশালী সংগঠন। এক সময় এক শ্রেনির মানুষ তাদের স্বার্থ হাসিল করার জন্য রাজনৈতিক দলে আশ্রয় নিতো। কিন্তু বর্তমানে শেখ হাসিনা সরকারের কাছে যোগ্যহীন এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির কোন জায়গা নাই। এমপি সালাম মূর্শেদী গতকাল বুধবার দুপুরে জুম কনফারেন্সের মাধ্যমে উপজেলা যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ-সভাপতি অধ্যক্ষ ফ.ম. আ: সালাম, আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল, ইমদাদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সদর ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ। জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল ও যুবলীগ নেতা সাইদুর রহমান সগীরের পরিচালনায় বক্তৃতা করেন জেলা যুবলীগ নেতা হারুন মোল্লা, ব্রজেন দাশ, সরদার নুরুজ্জামান, আশিষ কুমার রায়, নোমান ওসমান রিচি, কামরুজ্জামান সোহেল, সরদার কামরুল ইসলাম, বাসুদেব রায় চৌধুরী, বাদশা মিয়া, সরদার জসিম উদ্দিন, হামীম কবীর রুবেল, সুব্রত বাকচী, আল মোবিন লিটন, বদরুল আলম তয়ন, শামীম হাসান লিটন প্রমুখ।
খুলনা গেজেট/এ হোসেন