খুলনা, বাংলাদেশ | ২৩ মাঘ, ১৪৩১ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
  ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতিতে কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার

যুবদলে কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না: মনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন দেশে প্রতিটি সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রনী ও সাহসি ভূমিকা রেখেছে। পতিত হাসিনা সরকারকে বিদায় করতে রাজপথে যুবদল যে সাহসী ভূমিকা রেখেছে তা দেশের মানুষ মনে রাখবে। তিনি বলেন খুলনা মহানগর যুবদল হবে সু-সংগঠিত ও সু-শৃঙ্খল সংগঠন। কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর যুবদলের নতুন আহবায়ক কমিটি দেয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দায়বদ্ধ এবং দেশের প্রয়োজনে যখনই ডাক পড়বে, তখনই আবারও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকতে হবে। নবগঠিত মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!