খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজধানীর সদরঘাটের শ্যামবাজারঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে
  বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব
  নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক ড্রাইভার নিহত

যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেলেন নূর খান

গেজেট ডেস্ক

মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের মানবাধিকার কর্মী নূর খান লিটন। বুধবার আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খানসহ বিশ্বের ১০টি দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে এই পুরস্কার তুলে দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, গত তিন দশকের বেশি সময় ধরে নূর খান বাংলাদেশের সুপরিচিত দুটি মানবাধিকার সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরা এবং বাংলাদেশে কর্তৃপক্ষের জবাবদিহিতার ধারা তৈরির জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছেন। তার সময়োপযোগী হস্তক্ষেপ, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে ভূমিকা এবং দেশের সক্রিয় নাগরিক সমাজে নেতৃত্ব মানুষের জীবন বাঁচাতে যেমন ভূমিকা রেখেছে, তেমনি নিরীহ ব্যক্তিদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ থেকে বাঁচিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা এবং সমর্থন করার বিষয়টি মার্কিন পররাষ্ট্র নীতিতে একটি অন্যতম ‘অগ্রাধিকার’ হিসাবে বিবেচনা করা হয়, কারণ তা গণতন্ত্র, ন্যায়বিচারের সুযোগ তৈরি, একটি কার্যকর নাগরিক সমাজ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরিবেশগত স্থায়িত্বের ‘অবিচ্ছেদ্য অঙ্গ’। নূর খান ছাড়াও ব্রাজিল, কম্বোডিয়া, জর্জিয়া, হুন্ডুরাস, ইরান, ইরাক, মৌরি তানিয়া, চীন ও টোগের একজন করে এ বছর ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!