খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, খুলনায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
  চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু
  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

যারা আমাদের ওপর সেংশন দেবে, তাদের থেকে কিছুই কিনব না : প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কথা পরিষ্কার যারা আমাদের ওপর সেংশন দেবে, ওসব দেশের কাছ থেকে আমরা কিছুই কিনব না। অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আমি এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছি।’

প্রধানমন্ত্রী সোমবার (১৫ মে) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিষয়ে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ও ওরা আমাদের সপ্তম নৌ বহরের ভয় দেখিয়েছিল। আমরা কারও সেংশনের ভয়ে ভিত নই। আমরা সাহস নিয়ে এগিয়ে যেতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়া যুদ্ধের কারণে সারাবিশ্বে ডলার সংকট রয়েছে। দেশে উৎপাদন বাড়ছে, বিদুৎ চাহিদা বাড়ছে, ডলার সংকট কিছুটা হবে। তবে, দেশে যদি কোন সংকট তৈরি হয়, তিনমাসের খাদ্য কেনা সম্ভব কিনা। সেটা আমাদের রয়েছে। ডলার নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কথাবার্তা নেই, সেনশন দিয়ে বসে থাকবে। আমরা মুক্তিযোদ্ধা করে স্বাধীনতা অর্জন করেছি। প্রয়োজনে একবেলা খেয়ে থাকব।’ তিনি বলেন, ‘সমস্যা হলো আমাদের কিছু লোক এসব বদনামের সঙ্গে যুক্ত। সাংবাদিকদের এসব বিষয় খুঁজে বের করতে হবে। যারা সেংশন দেবে, আমরা তাদের কাছ থেকে কোন কিছুই কিনব না। নিজেরা উৎপাদন করব, নিজেরাই স্বয়ং সম্পন্ন হব। কারও কাছে হাত পাততে হবে না। আমরা সব সময় প্রস্তুত রয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগে এমনি প্রস্তুতি নিলাম দুর্যোগ পালাই চলে গেছে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!