খুলনা, বাংলাদেশ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে ডিসি ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ৩৩ জনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন; একই কারণে এর আগে ওএসডি করা হয় আরও ১২ ডিসিকে ভোটের পর এসপি ও ইউনিট প্রধানদের পাওয়া বিপিএম-পিপিএম পদক বাতিল
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি‌তে

হাদিস পার্কে জামায়া‌তের বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার

গেজেট ডেস্ক

এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল চারটায় শহীদ হাদিস পার্কের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটিতে সকল থানা ও ওয়ার্ডের আমীর, সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে দায়িত্বশীলদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে দলমত, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সবাই আন্দোলনে নামলেও নিষিদ্ধ করা হয়েছিল শুধুমাত্র জামায়াতকে। আর আন্দোলনকারীদের রাজাকার বলার সঙ্গে সঙ্গে চলমান আন্দোলন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। জামায়াতকে নিষিদ্ধ করার মাত্র কয়েক দিনের মধ্যেই আওয়ামী-বাকশালীদের তখতে তাউসের পতন এবং তাদের খুনি নেত্রীসহ সব মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মূলত যারাই জামায়াত নির্মূল করার ষড়যন্ত্র করেছে তারাই ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর জামায়াতের ওপর রয়েছে আল্লাহ তায়ালার রহমত। জামায়াতে ইসলামী আল্লাহভীরু লোকদের পার্লামেন্টে পাঠিয়ে দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি বলেন, মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। আগামী দিনে যারা সে বৃত্তে আটকে থাকবে জনগণ তাদের আর কোনোভাবেই গ্রহণ করবে না। তিনি দ্বায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, এই সমাবেশে সকল নেতাকর্মী যেনো সুশৃংখল ও সুন্দরভাবে অংশ নিতে পারে সেই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। হাদিস পার্কের বিক্ষোভ সমাবেশ ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান, খুলনা সদর থানা আমীর মো. হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মোহাম্মদ মোশারফ হোসেন আনসারী, হরিণটানা থানা আমীর মো. আব্দুল গফুর, লবণচরা থানা আমীর মুজাফফর হোসেন, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার হোসেন আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের সফলতা কামনা করে মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে জেলা ও মহানগরীর উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন। এই সমাবেশ সফল করতে আপনাদেরকে নিরলস পরিশ্রম করতে হবে। তিনি নতুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, দীর্ঘ ১৪ বছরের বেশী সময়ের পর জামায়াতে ইসলামীর এই সমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এর সফল রূপ দিতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল চারটায় শহীদ হাদিস পার্কের বিক্ষোভ সমাবেশ ও মিছিল উপলক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেসব্রিফিংয়ে সকল কর্মরত সাংবাদিককে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!