খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  ৬ দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

যশোর হর্টিকালচার সেন্টারের গাছে ঝুলছে সবচেয়ে বড় জাতের আম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের একটি গাছে ঝুলছে দেশের সবচেয়ে বড় আম। যা দেখতে মানুষ ভিড় করছে। শহরতলীর খয়েরতলা হর্টিকালচার সেন্টারের গাছে ঝুলে থাকা এ আমের ওজন ৩ থেকে প্রায় ৫ কেজি। দেখতে বালিশের মতো। আকার-আকৃতিতে যেমন বড়, তেমনি খেতেও সুস্বাদু। দেশের সর্ববৃহৎ এ আমের জাতের নাম ‘ব্রুনাই কিং’। গত চার বছর আগে হর্টিকালচার সেন্টারে পরীক্ষামূলকভাবে রোপণ করা হয় গাছটি। এ বছর গাছে ধরেছে বৃহৎ আকৃতির বেশ কয়েকটি আম।

হর্টিকালচার সেন্টার সূত্র জানিয়েছেন, ব্রুনাইয়ের রাজকীয় বাগানের এ আমটি দেশে এসেছে মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের নার্সারির মালিক আতিয়ার রহমানের ভাগ্নের হাত ধরে। এরপর আতিয়ার রহমান নিজ নার্সারিতে এ আমের চারা তৈরি করেন। চার বছর আগে আতিয়ার রহমানের কাছ থেকে চারা সংগ্রহ করে যশোর হর্টিকালচার সেন্টারে একটি মাতৃ গাছ তৈরি করা হয়েছে। প্রথম বছর পরিচর্যাগত কারণে ফল না আসলেও এ বছর গাছটিতে প্রায় ৩৫টি আম ধরেছে। যা স্থানীয়রা দেখতে এসে নাম দিয়েছে বালিশ আম।

যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক দীপঙ্কর দাস বলেন, চার বছর আগে ব্রুনাই কিং জাতের আম গাছের চারাটি রোপণ করা হয়। প্রথম বছর পরিচর্যাগত সমস্যার কারণে ফল পাওয়া যায়নি। তবে এ বছর এ গাছটিতে ৩৫টি আম ধরেছে। গাছটির সবথেকে বড় আমটির ওজন প্রায় ৫ কেজি, যেটি দেশের সবথেকে বড় আম বলে তারা জানতে পেরেছেন। এ আমের মুকুল আসে অন্যান্য আমের মতো একই সময়ে। তবে পাকে অনেক দেরিতে এবং স্বাদে ফজলি আমের মত। চাষী পর্যায়ে এ আম প্রসারে কলম তৈরি করে বিক্রি করা হচ্ছে।

হর্টিকালচার সেন্টারের কর্মচারী মোহাম্মদ ওলিয়ার রহমান বলেন, আম গাছটি রোপণের পর থেকে আমরা কৃষিবিদদের পরামর্শ মতো পরিচর্যা করে এসেছি। এ বছর ফল ধরেছে। আমটি দেখতে আকর্ষণীয় হওয়ায় দূর-দূরান্ত থেকে অনেক গাছপ্রেমীরা গাছটি এবং আম দেখতে আসছেন। অনেকে আবার দেখতে এসে গাছের কলম নিয়ে বাড়িতে, জমিতে রোপণ করছেন। এ আমের কারণে হর্টিকালচার সেন্টারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!