যশোর রেলস্টেশনে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস লাইনচ্যুতের দেড় ঘন্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১ টা ৪৪ মিনিটে যশোর রেলস্টেশন থেকে লাইনচ্যুত হওয়া বেতনা এক্সপ্রেস ট্রেনটি মোংলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলস্টেশন মাস্টার আয়নাল হোসেন।
এর আগে এদিন সকাল ১০ টা ২০ মিনিটে ট্রেনটি যশোর জংশনের এক নম্বর লাইনে লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
যশোর স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, উদ্ধারকারী দল কাজ শুরু করার পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে স্পেশাল টিম কাজে হাত দেয়। দেড় ঘন্টা পর বেতনা এক্সপ্রেস লাইনে তোলা হয়। এরপর ট্রেনটি যশোর থেকে ছেড়ে যায় মোংলার উদ্দেশ্যে।
খুলনা গেজেট/জেএম