খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

যশোর সেন্ট্রাল রোটারী ক্লাবের আনন্দঘন চ্যাটার্ড ডে উদযাপিত

যশোর প্রতিনিধি

রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রালের আনন্দঘন ১৯তম চ্যাটার্ড ডে উদযাপিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) শহরের বকচর হুশতলায় চৌধুরী ফিস হ্যাচারিতে এ উপলক্ষে রোটারিয়ানদের সম্মননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারী ডিস্ট্রিক গভর্নর এম. রুবায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

সেন্ট্রাল ক্লাবের চ্যাটার্ড প্রেসিডেন্ট চৌধুরী হেদায়েতুল ইসলাম ভিকুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব প্রেসিডেন্ট খায়রুল কবীর চঞ্চল। উপস্থিত ছিলেন ঢাকা ধানমন্ডি সেন্ট্রাল ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এটিএম নুরুল কবীর, গভর্নর স্পেশাল এইড এজেডএম সালেক, ডেপুটি গভর্নর জাহিদ আহমেদ লিটন, রিজিয়ন চেয়ার যোগেশ চন্দ্র দত্ত, অ্যাসিসটেন্ট গভর্নর চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, মোর্তুজা আলী, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিএমএ যশোরের সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম বেনু, সেন্ট্রাল ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাবলু, পিপি আব্দুল আলীম, মোস্তফা আলী ও ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের ৫৫ বছরের উর্ধ্ব রোটারিয়ানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া, গরীবদের মাঝে ১০টি সেলাই মেশিন, ৩টি হুইল চেয়ার ও একটি ব্যাটারি চালিত ভ্যান প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!