খুলনা, বাংলাদেশ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ছেলের মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা

যশোর সীমান্তে ৪৩ লাখ টাকার মাদকসহ বিভিন্ন পন্য জব্দ

বেনাপোল প্রতিনিধি

যশোর ৪৯ বিজিবির আওতাধীন এলাকায় বিশেষ মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ লাখ টাকার মাদকসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়।

ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!