যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কোতোয়ালি থানার ওসিকে ঢাকা এপিবিএনে ও অন্যদের যশোরের বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে।
বদলিকৃতরা হলেন, যশোর ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস, এসআই রাজেশ কুমার দাশ, সদর উপজেলার ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এএসআই আবুল কাশেম, ডিএসবি’র এএসআই হারুন অর রশিদ, এএসআই ফিরোজ আহম্মেদ, এএসআই একেএম পিকুল আহম্মেদ ও রিজার্ভ অফিসের এএসআই তানিয়া খাতুন।
এর মধ্যে এসআই সোলায়মান আক্কাস ও এএসআই তানিয়া খাতুনকে বাঘারপাড়া থানায়, এসআই রাজেশ কুমার দাশকে কেশবপুর থানায়, এএসআই আবুল কাশেমকে শার্শা থানায়, এএসআই হারুন অর রশিদকে বাঘারপাড়া উপজেলার রায়পুর পুলিশ ক্যাম্পে, এএসআই ফিরোজ আহম্মেদকে অভয়নগর উপজেলার পাথালিয়া পুলিশ ক্যাম্পে এবং এএসআই একেএম পিকুল আহম্মেদকে সদর উপজেলার ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে বদলি করা হয়েছে।
গত ১২ জানুয়ারি যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ এক আদেশে সাতজনকে বদলি করেন। এর আগে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাককে এপিবিএনে বদলি করা হয়। এ কারণে বর্তমানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের দায়িত্বে রয়েছেন ইন্সেপেক্টর (তদন্ত) কাজী বাবুল।
খুলনা গেজেট/এনএম