খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সড়কে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
  চাঁদপুরের হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মৃত্যু
  নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে দল থেকে অব্যাহতি

যশোর আইনজীবী সহকারী সমিতির সভাপতি ওমর ও সম্পাদক মাজিদ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ওমর আলী সভাপতি ও আব্দুল মাজিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ওমর আলী ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বুধবার সকাল ১০ টা থেকে আইনজীবী সহকারী সমিতির
কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্টিত হয়। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৩১৪ জন ভোটারের মধ্যে ২৯১ জন তাদের ভোটাধিকার প্র্য়োগ করেন। ভোট গনণা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল মোমিন ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে ওমর আলী ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক পেয়েছেন ১৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল মাজিদ ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট। এছাড়া সহ সভাপতি দুটি পদে মহসিন গাজী ১৬০ ভোট ও আজিজুর রহমান ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী বজলুল করিম টুকু পেয়েছেন ১২৪ ভোট। সহকারী সম্পাদক পদে আলীমুজ্জামান ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আবু তাহের ভোট পেয়েছেন ১১৮। হিসাব নিরীক্ষক পদে শহিদ এনামুল হোসেন ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ১০০ ভোট। সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে ইব্রাহিম খলিল ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী ইউসুফ আলী বাবলু পেয়েছেন ৭৪ ভোট।

এছাড়া, এর আগে বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত হয়েছেন
সাংগঠনিক সম্পাদক পদে শামসুর রহমান ও সদস্য পদে
হাসানুজ্জামান, আলী আশরাফ ও আব্দুল জলিল।

নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আব্দুল মোমিন ও সদস্য ছিলেন আনোয়ার হোসেন ও আব্দুল করিম।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!