খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

যশোরে রিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদরের চুড়ামনকাঠির বিজয়নগর ব্রিজের নিচে ভৈরব নদ থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকশাচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিশ্বনাথ চুড়ামনকাঠি রেললাইনের পাশে দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন। তার বাবার নাম কার্তিক ওরফে গোশাই।
নিহতের বন্ধু ও একই প্রকল্পের বাসিন্দা অপর রিকশাচালক নিশান বলেন, বিশ্বনাথ আর আমি একসাথে রিকশা চালাই। বিশ্বনাথের স্ত্রীর সাথে ঝামেলা চলছিলো। গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন, তারপর আর বাড়ি ফেরেননি। আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, প্রায়ই সময় এই লোকটি (বিশ্বনাথ) আনমনে এখানে বসে থাকতো। কারোর সাথে কোনো কথা বলতো না।
এ বিষয়ে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে পানি থেকে ওপরে তোলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো বলেন, অনেকে অনেক কথা বলছে। ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে শোনা যাচ্ছে বিশ্বনাথ মৃগী রোগী ছিলেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!