খুলনা, বাংলাদেশ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ভিপি নূরসহ গণঅধিকার পরিষদের ৪ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা মামলা
  ১০ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না: হাসনাত
  ৩ এপ্রিল দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

যশোরে মাদ্রাসা শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক মাদ্রাসা শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চান্দুটিয়া মইনুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন এ হামলার শিকার হন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম হোসেনের ভাই দাউদ হোসেন জানান, শনিবার রাতে তার ভাই বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী রড, পাইপ ও বিদেশি টর্চলাইট দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে হাজির হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদ হোসেন অভিযোগ করেন, ওই এলাকার বিএনপি-জামায়াত কর্মী রায়হান, সুজন, কুদ্দুস ও সাগর এ হামলার সঙ্গে জড়িত। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলেও তিনি জানান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, বিষয়টি পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!