যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল মোমিন ভূঁইয়ার ওপর বোমা হামলা চালানো হয়েছে। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে রোহিতা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, মোমিন ভূঁইয়া রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোববার রাত ১০টার দিকে ভান্ডারী মোড়স্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘ভাই ভাই স’মিল’ থেকে তিনি বাড়ির উদ্দেশ্য রওনা হন। পথে রোহিতা বাজার পার হয়ে গ্ৰাম ডাক্তার বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ব তাকে লক্ষ্য করে দু’টি হাত বোমা নিক্ষেপ করে। এসময় বিস্ফোরণে গোটা এলাকা প্রকম্পিত হয়। এর ফাঁকে পালিয়ে যায় হামলাকারীরা। তবে হামলায় তিনি প্রাণে বেঁচে যান। অবশ্য তার মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়ে পুড়ে যায়।
এদিকে, বোমা বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাতবোমা পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোমিন ভূঁইয়া বলেন, আমি দোকান থেকে ফেরার সময় হঠাৎ ৭/৮ জন আমার পথ আগলে দাঁড়ায়। আমাকে উদ্দেশ্য করে দু’টি হাত বোমা নিক্ষেপ করে । সেটা দেখে আমি মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যাই। একটি বোমার আঘাতে আমার মোটরসাইকেল বিস্ফোরিত হয় । আমি মাটিতে পড়ে গেলে আমাকে তারা দেশিয় অস্ত্র নিয়ে তাড়া করে। আমার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্বরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও বলেন, হামলাকারীদের মধ্য থেকে তিনজনকে শনাক্ত করতে পেরেছি । মুখ বাধা থাকার কারণে অন্যদের চিনতে পারিনি।
এ বিষয়ে খেঁদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/জেএম