খুলনা, বাংলাদেশ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, আসামি অজ্ঞাত পরিচয় ৪০০/৫০০ ব্যক্তি

যশোরে বিএনপির সমাবেশ ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, যশোর

ফ্যাসিস্ট মুক্ত বাধাহীন পরিবেশে যশোরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সমাবেশ হতে যাচ্ছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে এদিন বেলা তিন টায় টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। জেলা জুড়ে চলছে প্রচারপত্র বিলি ও প্রচার মিছিল।

দলীয় নেতাকর্মীরা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত পরিবেশে যশোর জেলা বিএনপির এটি হবে প্রথম সমাবেশ। তারা বলছেন সমাবেশকে ঘিরে জেলা জুড়ে সাজ সাজ রব বইছে। সর্বত্র দলীয় নেতা-কর্মীরা দারুণভাবে উজ্জীবিত। তারা বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি ও প্রস্তুতি সভা করছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম যশোরে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশটি ইতিহাসে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর বিএনপির জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। এখানে কোন দল ক্ষমতায় যাবে এটা বড় কথা নয়। জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক। যাতে করে দেশের গণতন্ত্র টেকসই থাকে। সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই সমাবেশ। জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা সমাবেশ সফলে প্রস্তুতি সভা করছেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের অংশ গ্রহণ বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!