বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় যশোর বিমানবন্দর এলাকায় তারা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এসময় তারা বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ এবং এভসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। তারা আরও দাবি করেন, বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা হোক এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ অ্যাক্টের আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট তারিখ ঘোষণা করা হোক।
কর্মসূচিতে বক্তারা বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন এভিয়েশন সিকিউরিটি’ বিভাগ অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা বিধান করে আসছে। অথচ এ বিভাগের কার্যক্রম থাকা সত্ত্বেও নতুন একটি এয়ারলাইনস সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে, যা আমরা গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি।
বিক্ষোভকারীরা বেবিচকের পরিচালনা পর্ষদের ১০ সদস্যের বৈষম্য দূর করতে, প্রকৃত প্রতিনিধি নিশ্চিত করতে এবং বেবিচককে স্বনির্ভর ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
খুলনা গেজেট/এএজে