খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

যশোরে পুলিশের সহায়তায় চোরাই ৪৪ মোবাইল ফেরত পেলো মালিকরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত এক মাসে চোরাই ৪৪টি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিয়েছে। এছাড়া ভুল করে বিকাশে অন্য নাম্বারে যাওয়া আটজনের টাকা, হ্যাক হয়ে যাওয়া ১৪টি ফেসবুক আইডি এবং মিসিং হওয়া তিনজন ভিকটিমকে উদ্ধার করেছে।

শনিবার (৪ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে এ কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার।

তিনি বলেন, গত মে ২০২২ সালে বিভিন্ন থানায় মোবাইল চুরির যে সমস্থ অভিযোগ বা জিডি হয়েছে। জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তি ব্যবহার করে ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া আটজন ব্যক্তির ভুল করে অন্য বিকাশ নাম্বারে যাওয়া এক লাখ ২৬ হাজার ১৮৫ টাকা ও ১৪টি ফেসবুক হ্যাক আইডি এবং মিসিং হওয়া অভয়নগরের দুইজন কিশোরী ও এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ৪৪ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাশের টাকা গুলোও উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেয়া হয়েছে। ১৪ টি হ্যাক হওয়া ফেসবুক আইডি ফেরত দেয়া হয়েছে।

জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভুক্তভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!