খুলনা, বাংলাদেশ | ৮ ফাল্গুন, ১৪৩১ | ২১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা
  অমর একুশে ফেব্রুয়ারি আজ, ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনার

যশোরে ডাকাতির মালামালসহ আন্তজেলা ডাকাত দলের ১৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

আন্ত:জেলা ডাকাতদলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটককৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারি, ২টি চোরাই পিকআপ, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি গ্যাস সিলিন্ডার, ট্রাক ও মিনি ট্রাকের টায়ার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি যশোর নতুন উপশহরের গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালা ও গ্রিল ভেঙ্গে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারি, যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়।

এর আগে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি গ্যাসের দোকানে ওই একই গ্রুপ ডাকাতি করে বিপুল টাকার মালামাল লুট করে। এসব ঘটনায় জেলা পুলিশের ভাবমুর্তি দারুনভাবে ক্ষুন্ন হয়। পরবর্তীতে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশি টহল জোরদারসহ পুলিশী কার্যক্রম বৃদ্ধি করা হয়।

এসব ডাকাতির ঘটনা উদঘাটনে জেলা ডিবি পুলিশকে দায়িত্ব প্রদান করা হয়। গত প্রায় এক সপ্তাহ তারা ঝটিকা অভিযান চালিয়ে ক্লুলেস এসব ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত দলের ১৪ সদস্যকে দেশের বিভিন্ন জেলা থেকে আটক ও তাদের হেফাজত থেকে ডাকাতি করা মালামাল উদ্ধার করে যশোর ডিবি পুলিশ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো, ঢাকার নারায়নগঞ্জের শহিদনগরের রহিম হোসেনের ছেলে হিরা রহমান ওরফে বিজয় হোসেন, মাদারীপুর জেলার শিবচর থানার মুন্সিকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে আলমগীর হোসেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের দুদু মোল্যার ছেলে রবিন মোল্যা, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চকেরপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম, সদর থানার ইসলামপুর গ্রামের মৃত: আব্দুল হাসেমের ছেলে আমির হোসেন, নরসিংদী জেলার বেলাবো থানার আউয়ালীকান্দি গ্রামের সাদেক আলীর ছেলে রাকিব, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে সোহেল, মুন্সিগঞ্জ সদর থানার কাশিমপুর গ্রামের মৃত মুকুল হোসেনের ছেলে জাহিদ, টঙ্গীবাড়ি থানার টঙ্গীবাড়ি গ্রামের মোফাজ্জেল শেখের ছেলে আলমগীর শেখ, শরিয়তপুর সদরের কোটাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুছ, মুন্সিগঞ্জের লৌহজং থানার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু রহমান, নোয়াখালী সদর থানার মতিপুর গ্রামের আবুল মিয়ার ছেলে নিজাম উদ্দিন, মাদারিপুর সদর থানার কাপালীকান্দি গ্রামের মৃত তোরাব আলী মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর ও ফরিদপুর সদর থানার পশ্চিম ভাষানচর গ্রামের মৃত শুকুর খানের ছেলে আব্দুল কাদের।

গত সোমবার দিনগত রাতে একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের এসব সদস্যদের আটক করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!