খুলনা, বাংলাদেশ | ৪ কার্তিক, ১৪৩১ | ২০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৮
  গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩

যশোরে চেয়ারম্যান লাইফের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

তিন লাখ টাকা চাঁদা দাবির ঘটনার দশ বছর পর যশোরের রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইফসহ আওয়ামী লীগের আট নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার সদর উপজেলার মুড়লি স্কুলপাড়ার ব্যবসায়ী ওসমান গনি বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছে।
মামলার অপর আসামিরা হলেন, রামনগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাছির, পারভেজ, মৃত আজগর বিশ^াসের ছেলে আনোয়ার, আলতাফ, শাহাজাহান মাস্টারের ছেলে মুকুল, মৃত বেলায়েত আলীর ছেলে ছোট্ট ও মৃত ইরফান বাচ্চুর ছেলে সাগর।

মামলা সূত্রে জানা গেছে, লাইফ যশোর সদরের রামনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ওমমান গনি ২০০১ সালে মুড়লি স্কুলপাড়ার আব্দার মিয়ার বাড়ি ভাড়া দিয়ে মবিলের ব্যবসা শুরু করেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে আসামি নাছির তিন লাখ টাকা চাঁদা দাবি করেন ওসমান গনির কাছে। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দেন নাছির। ওই বছরের ১ এপ্রিল চেয়ারম্যান লাইফের নেতৃত্বে আসামিরা ওসমান গনির গোডাউনে যেয়ে পূর্বের দাবিকৃত চাঁদার টাকা দিতে বলেন। নিরুপায় হয়ে ওমসান গনি চেয়ারম্যান লাইফকে ১০ হাজার টাকা দেন। বাকি টাকা দ্রুত দেয়ার কথা বলে আসমিরা চলে যান।

এরপর ওমসমান গনি আসামিদের ভয়ে গোডাউন বন্ধ করে রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ১৯ এপ্রিল ওমসমান গনির বাড়িতে হামলা চালায়। তাকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে মারপিট ও নগদ দেড় লাখ টাকা ও দেড় ভরি ওজনের সোনার গহনা নিয়ে তারা পালিয়ে যান। ওই সময় পরিস্থিতি অনকূলে না থাকায় তিনি এ ঘটনায় মামলা করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!