খুলনা, বাংলাদেশ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে ডিসি ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ৩৩ জনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন; একই কারণে এর আগে ওএসডি করা হয় আরও ১২ ডিসিকে ভোটের পর এসপি ও ইউনিট প্রধানদের পাওয়া বিপিএম-পিপিএম পদক বাতিল

যশোরে গড়াই পরিবহনের হেলপারের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে ট্রাক চাপায় গড়াই পরিবহনের হেলপার রাহুলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।

আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলপার রাহুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজিপুর মুনদিয়া গ্রামের লাল্টু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন রাত ৯টার দিকে শহরতলীর রাজারহাট এলাকায় গড়াই পরিবহনকে ডানে রেখে একটি ট্রাক ওভারটেক করতে যাচ্ছিল। এমন সময় ওই বাসের হেলপার বাইরে শরীর বের করে ট্রাকের গতি কমানোর ইঙ্গিত দেন । এসময় ওই ট্রাকটি হেলপারকে ধাক্কা দিলে সে নীচে সড়কে ছিটকে পড়ে যায়। এতে হেলপারের মাথা অল্পের জন্য রেহাই পেলেও পায়ের উপর দিয়ে ট্রাকটির চাকা চলে যায়। আশপাশের লোকজন ধাওয়া করেও ট্রাকটি ধরতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় রাহুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক জানান, তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পায়ে কয়েক জায়গায় ক্ষত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!