যশোর আওয়ামী লীগের ৭৫ নেতাকর্মী নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে বাঘারপাড়ার ৩৬ জন ও অভয়নগরের ৩৯জন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের জিআরও পান্নু।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর বাঘাপাড়ার রাঘবপুর গ্রামের খোকন লস্কর বাদী হয়ে ৩০৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযোগ করা হয় ২০২৩ সালের ২ নভেম্বর বিএনপির পদযাত্রা অনুষ্ঠানে যাচ্ছিলেন বাদীসহ বিএনপির প্রায় দেড়শো নেতার্কমী। এসময় বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর ভাটার আমতলায় পৌছালে আসামিরা তাদের উপর অস্ত্র নিয়ে হামলা চালায়। বোমা হামলা কয়েকজন আহত হন। এ মামলার আসামি বৃহস্পতিবার শেখ আলী হায়দার, মাহাবুর কাজী, রব মুন্সি, সমীর রায়, আজাদ মুন্সি, বিনয় বিশ্বাস, নাজমুল মোল্লা, ইমরান হোসেন, প্রশান্ত, রাম পাল, রকিদুল ইসলাম, ছুরোত আলী, আবুল সরকার, বুলবুলি, সুবির মজুমদার, মোজাহার শেখ, ইসমাইল, রুবেল, পারভেজ, আলম খাঁ, নাহিদ হাসান, মহব্বত, আতিয়ার, রায়হান, মফিজ, ইউসুফ আলী, কামরুল, রাতুল, সাইফুল, নুর ইসলাম, আক্তার, কামরুল মশিয়ার ও সজিব।
এছাড়া অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের জোবাইর হোসেন ৪ আগস্ট বিএনপির নেতাকর্মীদের উপর হামলা বোমা বিস্ফোরন, ভাঙচুরের অভিযোগে গত ১০ ডিসেম্বর একটি মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত ২৮ আসামি বকৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন। তারা হলেন, মিজানুর রহমান, রেজাউল ইসলাম ফরাজী, শাহীন হোসেন, হালিম গোলদার, হাফিজুর শেখ, ইসমাইল সরদার, শাহিন শেখ, রনি মোল্লা, নাজিম মোল্লা, সিরাজ খাঁন, মারুফ গাজী, খায়রুল বাশার মোল্লা, সুমন, ফারুক পাড়, মতিয়ার রহমান, আমিনুর রহমান, রিপন বিশ্বাস, মোছাদ্দেক হায়াত রুম্মান, সোহরাব মোল্লা, আবিদ আলম সাজিদ, কুন্তাল, ছালাম হাওলাদার, লিটন ফারাজী, জিয়া বাবু, তুহিন, অনিক, রফিকুল মজুমদার ও মোরশেদ শেখ ।
এছাড়াও অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের উজ্জল গাজী বাদী হয়ে গত ১০ ডিসেম্বর অভয়নগর থানায় আরেকটি মামলা করেন। এ মামলায় ২১জন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করেন। তারা হলেন, আব্দুর রহমান, মাসুদ হোসেন, মান্নান মোল্লা, আক্তার মল্লিক, শেখ আব্দুল্লাহ, সঞ্জিত দাস, খাইরুল বাশার, সিরাজ খাঁন, ইনামুল, মোরশেদ শেখ, দিনার মুন্সি, অজিব, মোঃ হাসিব, তুহিন, অনিক, সাজ্জাদ, মারুফ হোসেন, শাহিন খান, ইসমাইল সরান, নাজিম মোল্লা ও আমিনুর।
এ তিন মামলার এজাহারভুক্ত আসামিরা বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে অভয়নগর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও বাঘারপাড়া আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
খুলনা গেজেট/ টিএ