খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
বার কাউন্সিল নির্বাচন

যশোরে আ’লীগ সমর্থিত সাদা প্যানেলে একরামুল হক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

বার কাউন্সিল নির্বাচন-২০২২ এর অংশ হিসেবে যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থী একরামুল হক নির্বাচিত হয়েছে।

বুধবার (২৫ মে) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মনোনিত নীল প্যানেলে এদিন সারাদেশের মত যশোরেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উৎসবমূখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ভোটগ্রহণ চলে। নির্বাচন উপলক্ষে আদালতের প্রবেশ মুখের দুই পাশে দুই প্যানেলের সমর্থকরা টেন্ট বসিয়ে যে যার প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।

যশোরের ৬১৮ জন ভোটারের মধ্যে ৪৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন সিনিয়র সহকারী জজ মিজানুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল।

নির্বাচনে সাধারণ আসনে দুই প্যানেলের মধ্যে সাদা প্যানেলে সৈয়দ রেজাউর রহমান, কামরুল ইসলাম, মোখলেছুর রহমান বাদল, শাহ মোহাম্মদ খসরুজ্জামান, রবিউল আলম বুদু, সাইদ আহমেদ রাজা ও নজরুল ইসলাম খান অংশ নেন।

এছাড়া নীল প্যানেলে আবদুল জামিল মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন, এএম মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদীন, আব্দুল মতিন, জসিম উদ্দীন সরকার, রুহুল কুদ্দুস নির্বাচনে অংশ নেন।

এদিন যশোরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের প্রার্থী একরামুল হক ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত নীল প্যানেলের প্রার্থী মাইনুল আহসান পেয়েছেন ১৩৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন পেয়েছেন ৭৮ ভোট। এছাড়া নির্বাচনে সাধারণ আসনে দুই প্যানেলেই সাতজন করে প্রার্থী নির্বাচনে অংশ নেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!