খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সড়কে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
  চাঁদপুরের হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মৃত্যু
  নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদককে দল থেকে অব্যাহতি

যশোরে আবারও মিললো অস্ত্র তৈরির কারখানা, পিস্তল গুলিসহ মিস্ত্রি আটক

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে শাহাদত হোসেন (৪০) নামে এক লেদ মিস্ত্রিকে আটক করেছে। এসময় একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা কয়েছে।

আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া শাহাদতের বসত ঘরের পাশের রুমে এই কারখানার সন্ধান পায় পুলিশ। আটক শাহাদত শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে।

ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ও এসআই নুর এ অভিযান পরিচালনা করেন।

এস আই শাহিনুর বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল চোপদারপাড়ায় একটি বসত ঘরের সাথে লেদ বসিয়ে অস্ত্র তৈরি করা হচ্ছে। এরই ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এরপর ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়়।

তিনি জানান, শাহাদতকে আটক করে ডিবি কাার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত বছর অক্টোবরে যশোরে অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান চালায়। এসময় কারখানা মালিক আজিজুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়েছিলো।

গত ১৩ অক্টোবর শহরের বারান্দী কদমতলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদে সেদিন অভিযান চালিয়েছিলো ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়। পাঁচটির মধ্যে দুইটি রেডি ও বাকি তিনটি অসম্পন্ন ছিলো।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!