খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবে নেপাল
  সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

যশোরে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহিনীটি খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নূরুল হাসান ফরিদী।

সমাবেশে তিনি বলেন, দেশের যে কোন সংকটকালে আনসার বাহিনী স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এই দেশকে সম্মানিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে।

তিনি বলেন, ছাত্রজনতার গনঅভ্যুত্থানের পর যখন পুলিশ সদস্যরা নিস্ক্রিয় ছিলেন, তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সকল সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সকল সক্ষমতা প্রদর্শন করেছে। তাই এ বিভাগের সকল সদস্যদের সততা, দক্ষতা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

বার্ষিক সমাবেশে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জিন নাজমুস সাদিক, জেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এফতেখারুল ইসলাম, যশোর জেলা কমান্ড্যান্ট আল আমিন, সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান।

সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!