খুলনা, বাংলাদেশ | ২৩ কার্তিক, ১৪৩১ | ৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  তরিকুল ইসলাম ভূইঁয়াকে কলকাতা, ভারত মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ
  ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী গ্রেপ্তার

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা ছিনতাই

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী বাজারে চাঁন বক্স (৪২) নামে এক সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, উপজেলার চিংড়াখালী গ্রামের রহমান বক্সের ছেলে সুপারি ব্যবসায়ী চাঁন বক্স ঘটনার সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিংড়াখালী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান কাপড় ও কসমেটিক্সের দোকানে বসে ছিলেন এসময়ে ৩/৪ জনের সংঘবদ্ধ দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে পড়ে কিছু বুজে ওঠার আগেই ধারালো ছুরি দিয়ে তার বাম হাত, ঘাড়সহ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে ব্যবসায়ীর সুপারি ক্রয়ের ১১ লাখ টাকা ড্রয়ার ভেঙ্গে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পার্শ্ববতী পিরোজপুর হাসপাতালে নিয়ে যায়।

আহত ওই ব্যবসায়ীর বড় ভাইয়ের ছেলে রুবেল বক্স বলেন, শুক্র ও শনিবার লাউরি ও চিংড়াখালী বাজারে সুপারি কেনার জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে ১১ লাখ টাকা উত্তোলন করেন তার চাচার ম্যানেজার। ওই টাকা দোকানে রেখেছিলো। ধারণা করা হয় ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকার সংবাদ ছিলো হামলাকারিদের কাছে। পিরোজপুর হাসপাতালে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি।

এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, মারপিটের বিষয়টি তিনি অবহিত নন। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!