খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৬৯

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে কারিমা আক্তার (৩৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ২ নং ওয়ার্ড বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত কারিমা আক্তার ওই এলাকার শামীম খানের স্ত্রী। সে দুপুর ২টার দিকে খাবার শেষে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে পরিহিত ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতের ছোট মেয়ে সাদিয়া আফরিন রুমে এসে দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে, এরপর সে ডাকৎচিকার দিলে লোকজন ছুটে এসে পুলিশকে সংবাদ দেয়।

আত্মহত্যার বিষয় সর্ম্পকে পরিবারের লোকজন কিছুই বলতে পারেনি। নিহত গৃহবধূর দুই মেয়ে সন্তান রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর পরিবার থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!