বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইউপি সদস্য টি.এম হাবিবুর রহমান ওরফে জাকির তালুকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে যৌথবাহিনীর একটি দল পৌরসভার আদর্শপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সময় তার ঘর থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছেন যৌথবাহিনী সদস্যরা।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি কে. এম শওকত হোসেন বলেন, চিংড়াখালী বাজারে বিএনপির অফিস ভাংচুরের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে।
এদিকে, মোড়েলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বহরবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ঘষিয়াখালী গ্রামের আমিনুল ইসলাম খোকার বসতঘরটি পুড়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
এ ঘটনায় আমিনুল ইসলামের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
আমিনুল ইসলাম বলেন, ২০ বিঘা জমির একটি ঘেরের পানি ওঠানামা করানো নিয়ে বিরোধ ও স্থানীয় রাজনৈতিক বিরোধের কারনে প্রতিপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে তার ঘরটি পুড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) কে.এম শওকত হোসেন বলেন, শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে