হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ বলে অভিহিত করলেও একটি বিষয়ে সতর্ক করে দিয়েছেন। অন্য কিছু দেশের মতো ভারতও উচ্চ শুল্ক আরোপ থেকে রেহাই পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
এর আগে ভারতকে ‘শুল্কের রাজা’ বলে উপহাস করা ট্রাম্প মোদি সরকারের আমদানি শুল্কের হারকে ‘অত্যন্ত অন্যায্য’ বলেও অভিহিত করেন।
যৌথ সংবাদ সম্মেলনে মোদির পাশে থাকা ট্রাম্প বলেন, ‘ভারত যে চার্জ আরোপ করুক না কেন, আমরাও তাদের কাছ থেকে চার্জ নিই। সত্যি বলতে, তারা কী চার্জ করছে, তা আমাদের কাছে আর গুরুত্বপূর্ণ নয়।’
এ সময় ট্রাম্প ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য ঘারতির বিষয়টিও তোলেন। যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় ৫০ বিলিয়ন ডলার।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ভারতের কাছে ‘কয়েক মিলিয়ন ডলারের’ সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে। এটি শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান সরবরাহের পথ প্রশস্ত করবে।
মোদি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই ট্রাম্প অন্যান্য দেশের উপর যে করের হার চাপিয়েছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের ওপর শুল্ক বাড়ানোর আদেশে সই করেন।
এক প্রতিবেদনে টাইম জানিয়েছে, মোদি অতিরিক্ত মার্কিন শুল্ক থেকে বাঁচতে এবং সামগ্রিকভাবে ওয়াশিংটন ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চেয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই নয়াদিল্লি আরও বেশি মার্কিন তেল কেনার এবং মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর আগ্রহ দেখিয়েছে।
ট্রাম্প এর আগেও চীনের ওপর শুল্ক আরোপ করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে আরও শুল্ক আসছে। কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধেও একই হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রাথমিকভাবে আরোপিত ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরও শুল্ক বাড়িয়েছেন।
এদিকে, অভিবাসন নীতির অংশ হিসেবে সম্প্রতি মার্কিন সামরিক বিমানে করে ১০৪ জন ভারতীয় অভিবাসীকে ফিরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ভারত থেকে ৭ লাখ ২৫ হাজারেরও বেশি অভিবাসী কোনো অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যা মেক্সিকো ও এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টাকারী ভারতীয়দের সংখ্যাও বেড়েছে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া বছরে ইউএস বর্ডার পেট্রোল ১৪ হাজারেরও বেশি ভারতীয়কে গ্রেপ্তার করেছে, যা সেখানে মোট গ্রেপ্তারের ৬০ শতাংশ এবং দুই বছর আগের তুলনায় ১০ গুণ বেশি।
ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী সবাইকে গণহারে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার মোদি বলেন, যাচাইকৃত যে কোনো ভারতীয় যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন, আমরা তাদের ভারতে ফিরিয়ে নিতে সম্পূর্ণ প্রস্তুত।
খুলনা গেজেট/ টিএ