খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ থেকে পড়ে একজন নিহত, ছিনতাইয়ের পর ওপর থেকে ফেলে দেয়ার অভিযোগ
  রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে
  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
কমিটি পুনর্গঠন

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মো. মাহমুদ আহসান টিটো, সরোয়ার হোসেন সে‌ক্রেটা‌রি

নিজস্ব প্রতিবেদক

চলমান অচলাবস্থা কাটাতে মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাধারণ সদস্যের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি মনোনীত হয়েছেন অ্যাসোসিয়েশনের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহমুদ আহসান টিটো। আর সাধারণ সম্পাদক হয়েছেন মো. সরোয়ার হোসেন।

রবিবার বিকাল ৫টায় নগরীর এমএ বারি সড়কে সিএন্ডএফ ভবনে পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নতুন সভাপতি মাহমুদ আহসান টিটো।

এ সময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সামসুল আলম, সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, খন্দকার মোঃ সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হোসেন, মোঃ নেছার উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক সেলিমুজ্জামান জনি, অর্থ সম্পাদক মুহাম্মদ মোমিনুল ইসলাম, কাষ্টমস বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, দপ্তর ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ অহিদুজ্জামান সুমন, সাংস্কৃতিক ক্রীড়া শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল এবং নির্বাহী সদস্য মোঃ সুমন হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে মাহমুদ আহসান টিটো বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতনের পর সৃষ্ট অচলাবস্থায় শ্রম অধিদপ্তরের নির্দেশে গঠনতন্ত্র মেনে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় অ্যাসোসিয়েশনে স্থিতিশীলতা ফিরে আসায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোংলা বন্দর তথা খুলনা অঞ্চলের ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনার জন্য আগামী দিনে আমাদের নেতৃত্বের সুচিন্তাযুক্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের কার্যক্রমকে এগিয়ে যেতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই।

 

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!