খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সব দেশের জন্য USAID সহায়তা বন্ধ থাকলেও রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেস উইং

মোংলায় বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ব্যালট বাক্স ছিনতাই

মোংলা প্রতিনিধি

মোংলায় ব্যালট ভোটের মাধ্যমে পৌর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়েছেন। এদিকে ভোট গ্রহণের শেষ পর্যায়ে পৌর ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে নৌবাহিনী ও পুলিশ।

মোংলা পোর্ট পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোঃ কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টার দিকে দলের প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে সে ও তার ছেলেসহ ৫জন আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা। আর আহতরা হলেন- মোঃ কামাল হোসেন (৫৪), আব্দুল আহাদ নুর (১৮), মোঃ বাহাদুর (৩২), মোঃ মিজান (৩০) ও মোঃ রুস্তম (২৮)।

এদিকে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দলেরই প্রতিপক্ষরা। এ সময় ঘটনাস্থলে থাকা পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য মোঃ নাসির আহমেদ মালেক বলেন, এসব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থ্যা গ্রহন করা হবে। তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!