মোংলায় ব্যালট ভোটের মাধ্যমে পৌর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়েছেন। এদিকে ভোট গ্রহণের শেষ পর্যায়ে পৌর ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে নৌবাহিনী ও পুলিশ।
মোংলা পোর্ট পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোঃ কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টার দিকে দলের প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে সে ও তার ছেলেসহ ৫জন আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা। আর আহতরা হলেন- মোঃ কামাল হোসেন (৫৪), আব্দুল আহাদ নুর (১৮), মোঃ বাহাদুর (৩২), মোঃ মিজান (৩০) ও মোঃ রুস্তম (২৮)।
এদিকে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দলেরই প্রতিপক্ষরা। এ সময় ঘটনাস্থলে থাকা পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য মোঃ নাসির আহমেদ মালেক বলেন, এসব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থ্যা গ্রহন করা হবে। তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
খুলনা গেজেট/ টিএ