খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

মোশাররফ করিম বাংলাদেশের শাহরুখ খান!

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ভারতীয় তারকা শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছে আনন্দবাজার। বুধবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে মোশাররফ করিম সম্পর্কে বলতে গিয়ে আনন্দবাজারের সাংবাদিক বিভাস রায় চৌধুরী তাকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেন।

তিনি প্রতিবেদনে লেখেন, ‘তিনি (মোশাররফ করিম) বাংলাদেশের শাহরুখ খান। সহজে ধরাই যায় না। তার সঙ্গে যোগাযোগ হলেই তিনি বলেন তিনি ঢাকার বাইরে। শেষমেশ তাকে যখন ফোনে পাওয়া গেল, তিনি তখন সিলেটে শ্যুটিংয়ে ব্যাস্ত। মোশারফের স্ত্রী, অভিনেত্রী জুঁই করিমের মধ্যাস্থতায় আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা বললেন মোশারফ করিম’।

মোশাররফ করিম ভারতীয় পরিচালক ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছেন। এটি শুক্রবার কলকাতায় মুক্তির অপেক্ষায়। ভারতীয় কোনো ছবিতে ছবিতে এ প্রথম অভিনয় মোশাররফ করিমের। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি খুব উৎসাহী। যত্ন নিয়ে কাজটা করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে’।

কলকাতার সিনেমায় প্রস্তাব পাওয়া বিষয়ে তিনি বলেন, ‘এর আগেও প্রস্তাব পেয়েছি। করা হয়ে ওঠেনি নানা কারণে। কিন্তু ব্রাত্য দা যখন এ বার চরিত্রটার কথা বললেন, গল্পটি বললেন, তখন ভাল লাগল। পরে কাজটা করতে এসে মনে হয়েছে, সঠিক সিদ্ধান্তই নিয়েছি’।

‘সেকান্দার বক্স’, ‘মাহিন’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘ঘাউড়া মজিদ’ চরিত্র দিয়ে বিশ্বের বাঙালির কাছে জনপ্রিয় মোশাররফ করিম টেলিভিশন নাটক বিষয়ে বলেন, ‘টেলিভিশনেই বেশি কাজ হয়েছে। আমি এবং আমার মতো অনেকেই কাজ করেছি। আসলে টেলিভিশন নাটকের ভালো-মন্দ দুটো দিকই আছে। অনেক কাজ করলেও সন্তুষ্ট হইনি। আবার অনেক কাজ আছে, যা আমাকে তৃপ্ত করেছে। নানা সীমাবদ্ধতা আছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা, তারপর অপ্রচারজনিত সীমাবদ্ধতা। এ সবের মধ্যেই টেলিভিশন নাটক এগিয়ে যাচ্ছে’।

‘ডিকশনারি’ চলচ্চিত্রের শুটিং বিষয়ে বলেন, ‘আমার পুরো শ্যুটিংটা লকডাউনের আগেই হয়ে গিয়েছিল। পরে আবার ডাবিংয়ের জন্য কলকাতায় আসি। গল্পটা নিয়ে, চরিত্রটা নিয়ে ব্রাত্য দা যা ভেবেছেন, আমার ভাবনাও তেমনই ছিল। পরিচালক এবং অভিনেতার ভাবনা মিলে গেলে সেটা তো দারুণ হয়। পরেরটুকু দর্শক বললেই ভাল হবে। এটুকু বলব আমি অভিনয় করে আনন্দ পেয়েছি’।

পরিচালক হিসেবে ব্রাত্য বসু বিষয়ে মোশাররফ করিম বলেন, ‘উনি বহুমুখী প্রতিভা। চমৎকার অভিনয় করেন। লেখেন চমৎকার। পরিচালক হিসেবেও চমৎকার’।

বাংলাদেশের এই প্রজন্মের ভাল চলচ্চিত্রকার কারা জানতে চাইলে আনন্দবাজারকে বলেন, ‘অনেকেই। এই প্রজন্ম বলতে আসলে কী বলব… বরং আমি যাদের সঙ্গে কাজ করেছি… তৌকির আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াসউদ্দিন সেলিম, মাসুদ হাসান উজ্জ্বল, ফাখরুল আরেফিন খান— এমন অনেক নামই আসবে। আরও অনেকেই যুক্ত হবে এই তালিকায়।আপাতত ডিকশনারি উল্টে-পাল্টে দেখছি…’।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!