মৃদু শৈত্য প্রবাহে হাঁড় কাঁপানো শীত পড়েছে চুয়াডাঙ্গায়। কনকনে ঠান্ডা আর উত্তরের শীতল বাতাসে তীব্র শীত অনুভুত হচ্ছে। শীতের দাপটে কাবু হয়ে পড়ছে মানুষ ও প্রাণিকুল।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯ টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ জেলায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজকে মৃদু শৈত্য প্রবাহ চলছে এ অঞ্চলের ওপর দিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান।
অগ্রাহায়নের শেষে শীত জেঁকে বসেছে দেশেরই দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। এতে কষ্টে আছে দিন আনে দিনে খাওয়া মানুষ। দিনমজুর, ভ্যানচালক, ইটভাটা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ সকালে তীব্র শীতে কাঁপতে কাঁপতে রুটি রুজির খোঁজে বের হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর মুড়ি দিচ্ছে প্রকৃতি। গভীর রাত থেকে সূর্যোদয় পর্যন্ত কুয়াশার আড়ালে ঢাকা থাকছে চারিদিক। এ সময় সড়কে হেড লাইট জ্বেলে চলাচল করছে গাড়িগুলো।
আবহাওয়া পর্যবেক্ষণাগার বলছে, চলতি ডিসেম্বর মাসজুড়ে এ ধরনের তাপমাত্রা বিরাজ করবে এ অঞ্চলে।
খুলনা গেজেট/এনএম