পাওয়ার প্লেতেই ৫ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে চিটাগাং কিংস। এরপর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে কোনোরকমে একশ পার হয়। ছোট পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি কিংসের বোলাররাও। ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ফরচুন বরিশাল।
রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। চতুর্থ ওভারে ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তামিম। ১৪ বলে ৮ রান আসে তার ব্যাট থেকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়ও। তাতে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ২৮ রান তোলে বরিশাল।
পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই ফিরে যান ১০ বলে ১১ রান করা মুশফিকুর রহিম। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ রান করে এই অভিজ্ঞ ব্যাটার ফিরলে ৫৩ রানেই চার উইকেট হারায় বরিশাল।
তবে এরপর মোহাম্মদ নবিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন ডেভিড মালান। এই ইংলিশ ব্যাটার অপরাজিত ছিলেন ৪১ বলে ৫৬ রান করে। আর নবি করেছেন অপরাজিত ২১ বলে ২৬ রান।
এর আগে ফাহিম আশরাফ এবং রিপন মন্ডলের নৈপুণ্যে চিটাগংকে ১২১ রানে থামায় বরিশাল। এই দুই পেসারই সমান তিনটি করে উইকেট শিকার করেন। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ মিঠুন। তাছাড়া ২৭ রান এসেছে আরাফাত সানির ব্যাট থেকে।
খুলনা গেজেট/এএজে