মালয়েশিয়ায় হোটেলে নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর (সোমবার) পুচংয়ের তামান মাওয়ার একটি হোটেলে এ হত্যার ঘটনা ঘঠে।
সেরাডাং ডিস্ট্রিক্ট পুলিশ প্রধান এসিপি এ. এ আনবালাগান বলেন, শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ২৩ বছর বয়সী ওই শ্রমিককে পুত্রজয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে আটক ব্যক্তি নিহতের পূর্ব পরিচিত। তিনি ঈর্ষা থেকে তাকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, এ অপরাধে বাংলাদেশি ওই শ্রমিককে ১০ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তের সুবিধার জন্য এই রিমান্ড।
উল্লেখ্য, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে একটি হোটেলে রক্তাক্ত অবস্থায় ইন্দোনেশিয়ার ৩৯ বছর বয়সী ওই নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
খুলনা গেজেট/এএজে