খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত
  সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন মারা গেছেন
  নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত
  যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
৪৪ তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা

‘মাওলানা ভাসানী একমাত্র নেতা যিনি নিজের স্বার্থ দেখেননি’

নিজস্ব প্রতিবেদক

‘মাওলানা ভাসানী একমাত্র রাজনৈতিক নেতা যিনি নিজের কোনো স্বার্থ দেখেননি। জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের মুক্তি আন্দোলন শিখিয়েছেন। স্বাধীনতার অর্থ জানিয়েছেন। দুর্ভাগ্য আমরা তার মতো সাহসী হইনি।’ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনের ভিআইপি রুমে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মওলানা ভাসানী স্মৃতি পরিষদের আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ, খুলনার আহবায়ক এড. গাজী আব্দুল বারি’র সভাপতিত্বে আলোচনা সভায় মাওলনা আব্দুল গফফারের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মওলানা ভাসানীর সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন অধ্যক্ষ তারিকুল ইসলাম।

বক্তব্য রাখেন ভাসানীর অনুসারী শেখ আব্দুল হালিম, সাংবাদিক দিদারুল আলম, সাবেক সভাপতি, খুলনা জেলা সম্মেলন কমিটি এডঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু,সাবেক ন্যাপ নেতা, সিনিয়র আইনজীবীপ্রফেসর আব্দুল আলম, সাবেক এমপিশেখ মুজিবুর রহমান, সাবেক মেয়র, কেসিসি ও সাধারণ সম্পাদক খুলনা মহানগর বিএনপিমোহাম্মদ মনিরুজ্জামান মনি, সভাপতি খুলনা জেলা বিএনপিএ্যাডঃ শফিকুল আলম মনা, সাবেক এমপি ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি ও খুলনা মহানগর বিএনপি নজরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব, মওলানা ভাসানী স্মৃতি পরিষদ, খুলনা শেখ মুশার্রফ হোসেনের এর পরিচালনায় স্বরচিত কবিতা পাঠ করেন এসএম রইজ উদ্দিন, অবসরপ্রাপ্ত উর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

বক্তারা আরও বলেন, আমরা সবাই জানি, সরকার আমাদের সবার কণ্ঠরোধ করে রেখেছে। গণতন্ত্র কবরে শায়িত। এটাকে কেবল মাটি দেয়ার অপেক্ষা। যদি আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই, তাহলে সবার সম্মিলিতভাবে আন্দোলন করা ছাড়া কোনো উপায় নাই। আজ চারিদিকে যে অরাজকতা, বাংলাদেশকে যেভাবে মাফিয়া জগতে নিয়ে যাচ্ছে, আমরা ভারতের সিকিমে পরিণত হয়ে যাবো।কিছু লোক খাবে কিছু লোক খাবে না, তা হবে না। সবার মুক্তি একমাত্র গণতন্ত্রে, জবাবদিহিতাই গণতন্ত্র। গণতন্ত্র কবরে শুয়ে আছে। এখন কেউ হরিবোল বলে আগুন দিবে নাকি মাটি দিবে এটার অপেক্ষায় আছে। আমরা জীবন্ত গণতন্ত্র দেখতে চাই। জবাবদিহিতা দেখতে চাই। মানুষের কথা বলার অধিকার দেখতে চাই।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!