খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৫

গেজেট ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার ছোটভাই তারেক রহমান (৫২), রায়গঞ্জের হাট পাংগাসি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, রেজাউল করিম এবং আব্দুল মজিদ নামে আরও দুই ব্যক্তি। নিহত রেজাউল করিম ও আব্দুল মজিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাসের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাকিদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও জরুরি মেডিকেল অফিসার (ইএমও) ডা. লাবিব বলেন, দুর্ঘটনায় রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুজনকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে বগুড়া নেওয়া হয়েছে বলে শুনেছি। নিহত দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!