খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

মহেশ্বরপাশা শান্তিনগরে অগ্নিকান্ডে ৮টি টিনসেটের ঘর ভূষ্মিভুত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর মহেশ্বপাশা শান্তিনগরের অগ্নিকান্ডের ঘটনায় আটটি টিনসেটের ঘর সম্পুর্ণ ভূষ্মিভুত হয়েেছ। এ ঘটনায় সাতটি পরিবার নি.স্ব হয়ে গেছে। শনিবার (৬ মে) ভোর পৌনে ৪টার দিকে

শান্তিনগরের ভ্যান চালক দরিদ্র মুজিবর রহমানের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মুজিবর রহমানের দুটি ঘর সহ তার ৬টি ভাড়াটিয়ার টিনসেটের ঘর সম্পুর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে দৌলতপুর থানা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সাতটি হতদরিদ্র পরিবারের ঘরের সকল মালামাল পুড়ে যায়।

প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২৫/৩০ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো দাবি করেছে। অগ্নিকান্ডের ঘটনায় কৃষ্ণ নামের একজন শ্রমিক আহত হয়েছে এছাড়াও বিদ্যুৎ ও সিটি কর্পোরেশনের ওয়াসার পানির লাইন ও ক্ষতিগ্রহস্থ হয়েছে বলে জানাগেছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর দাবি সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলের পৌছাতে না পারায় তারা দূরে গাড়ী রেখে পাইপের মাধ্যমে পানি নিয়ে কাজ করতে বেশ বেগ পেতে হয় তাদের।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বতন্ত্র মেয়রপ্রার্থী এস এম মুশফিকুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খান খোকন, সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগ নেতা শাহাদাৎ মিনা, কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান স্বপন।

শ্রম প্রতিমন্ত্রী এবং সিটি মেয়র ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে তাদের খোজখবর নিয়ে তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০হাজার টাকা প্রদান করেন। সকালে ক্ষতিগ্রস্থ পরিবারকে শাহাদাৎ হোসেন মিনা নগদ ১০হাজার টাকা ও চাল,ডাউলসহ খাদ্য সামগ্রী প্রদান করেন এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান স্বপন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!