তেরখাদায় নিউটন মজুমদার কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি মুলক ভিডিও ফেসবুকে শেয়ার করা এবং দেশবিরোধী চক্রান্তর করার প্রতিবাদে তেরখাদাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওলামায়ে কেরাম ও সাধারণ তাওহীদি জনতার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার তেরখাদা সুপার মার্কেটের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সমাবেশ বক্তারা,অবিলম্বে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্য নিউটন মজুমদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।প্রসঙ্গত: গত ২ ডিসেম্বর তেরখাদা উপজেলার শালিকদাহ এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয় ওই এলাকার মৃত প্রমত রঞ্জন মজুমদারের ছেলে নিউটন মজুমদার। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে সৃৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি। অনেকেই ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে এলাকায় স্থানীয় বাসিন্দাসহ অনেকেই উত্তেজিত হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযুক্ত নিউটন মজুমদারকে গ্রেপ্তার করে পরবর্তীতে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
খুলনা গেজেট/ টিএ