নেমেছে হাড় কাঁপানো শীত। তাপমাত্রার পারদ কমেছে বেশ কয়েক ডিগ্রি। শীতের প্রকোপে জবুথবু হয়ে পড়ে আছে গোটা শহর। এই শীতকাল সবার জন্য সমান না। কারো জন্য উৎসবের আবার কারো জন্য অভিশাপের। আমরা যখন শীতের দীর্ঘ রাত লেপ-কম্বল গায়ে জড়িয়ে সুখনিদ্রায় কাটায় তখন কারো হয়ত রাত কাটে নির্ঘুম অবস্থায়।
এসব শীতার্ত মানুষের জন্য ‘মানবতার চাদর’ নিয়ে পাশে দাঁড়িয়েছে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।
ক্লাবের ‘মমতার চাদর’ কর্মসূচির আওতায় তারা খুলনা শহরের বিভিন্ন স্থানে কষ্টে জীবনযাপন করা শীতার্ত মানুষের সহায়তার জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরাতন এ সংগঠনটি প্রতিবছর প্রায় ১০০ এর বেশি সংখ্যক কম্বল বিতরণ করে আসছে। সংগঠনটি বিগত দুই বছর খুলনা শহরের বিভিন্ন এতিমখানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর, রেলওয়ে স্টেশন ইত্যাদি জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়াও জেলার প্রত্যন্ত উপজেলা বটিয়াঘাটা ,কয়রাতেও তাদের এ মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে সংগঠনটি প্রেসিডেন্ট অজয় মজুমদার বলেন,”রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি সবসময়ই তৎপর থাকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চেষ্টা করছি যাদের একান্ত প্রয়োজন তাদের কাছে যেন পৌঁছে দিতে পারি আমাদের এই উষ্ণ ভালোবাসা। আমরা আমাদের কর্মকাণ্ড ভবিষ্যতেও চালিয়ে যাব।”
খুলনা গেজেট/ টিএ