হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ‘Let’s rebuild our nation’ লেখা স্ট্যাটাস। শুরুর দিকে এই স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। এর কিছুক্ষণ পরই জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীও এমন একটি স্ট্যাটাস দেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুকে এ স্ট্যাটাস দেন। তিনি পোস্টে লিখেছেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation.’
এর আগে এদিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ধরনের পোস্ট দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড পেজে হ্যাশ ট্যাগ দিয়ে ‘rebuildBangladesh’ লেখেন। ফেসবুকে তার স্ট্যাটাস দেওয়ার এক মিনিট পরই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজ ভেরিফায়েড আইডিতে ‘Let’s move on Bangladesh, Let’s Rebuild Bangladesh’ লিখে একটি স্ট্যাটাস দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও ‘Let’s Rebuild Bangladesh’ লিখে স্ট্যাটাস দিয়েছেন।
খুলনা গেজেট/এনএম