খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫
  গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

মণিরামপুরে এক হাজার ৬৫ এইচএসসি পরীক্ষার্থী করোনার টিকা নিলো

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলায় দ্বিতীয় দিনের মতো করোনার টিকা গ্রহণ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার ছয়টি মহাবিদ্যালয়ের এক হাজার ৬৫ জন শিক্ষার্থী উপজেলা পরিষদের সভাকক্ষে ফাইজারের টিকা গ্রহণ করেছে। এসময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী জিয়াউর রহমান বলেন, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা চত্বরে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো করোনার টিকা দেয়া হয়। এসময় রাজগঞ্জ মহাবিদ্যালয়ের ৩৫৯ জন, চিনাটোলা মহাবিদ্যালয়ের ১০৭ জন, মশিয়াহাটি মহাবিদ্যালয়ের ১৬৮ জন, সম্মিলনী মহাবিদ্যালয়ের ১৬৩ জন, গোপালপুর মহাবিদ্যালয়ের ১১৮ জন ও ঢাকুরিয়া মহাবিদ্যালয়ের ১৫০ জন পরীক্ষার্থী করোনার টিকা নিয়েছে।

টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ, সিভিল সার্জন দফতরের চিকিৎসক রেহেনেওয়াজ, মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দিবাকর মণ্ডল, মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাসুদ হোসেন প্রমুখ।

এর আগে সোমবার মণিরামপুরে করোনার টিকা নিয়েছে ৯৩৯ জন এইচএসসি পরীক্ষার্থী। আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) উপজেলার বাকি আট মহাবিদ্যালয়ের ৭৮৫ জন পরীক্ষার্থী করোনার টিকা গ্রহণ করবে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!