ঘরের মাঠের টুর্নামেন্টে আগেই দর্শক হয়েছিল পাকিস্তান। এবার নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখা থেকেও বঞ্চিত হতে যাচ্ছে পাকিস্তানের দর্শকরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে এখন দুবাইয়ে হবে ম্যাচটি।
আগামী রোববারের (৯ মার্চ) ফাইনালের মহারণে ভারতের প্রতিপক্ষ কে হবে সেটি নির্ধারণ হবে আজ। এবারের আসরে পাকিস্তান পর্বের শেষ ম্যাচ তথা দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্বে টুর্নামেন্টটি আয়োজন করা নিয়েই ঘোর শঙ্কা ছিল। অনেক জলঘোলার পর হাইব্রিড মডেলে মাঠে গড়ায় আট জাতির এই আসর। ২৯ বছর পর কোনো আইসিসির ইভেন্টের পর্দা উঠে পাকিস্তানের মাটিতে। হাইব্রিড মডেলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় দুবাইয়ে। কাগজে-কলমে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের সঙ্গে ম্যাচ খেলতে তাদেরই উড়ে আসতে হয়েছিল দুবাইয়ে।
অনেকের চোখে ভারতই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রকৃত আয়োজকের মর্যাদা ভোগ করছে। এ ছাড়া একই মাঠে টুর্নামেন্টের সব ম্যাচ খেলা ‘বাড়তি সুবিধা’ বলেই মনে করছেন প্রতিপক্ষ দলগুলোর খেলোয়াড় থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও।
প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। ২০১৩ সালে শিরোপা জিতলেও, ২০১৭ সালে রানার্স-আপ হয় টিম ইন্ডিয়া।
খুলনা গেজেট/এনএম