খুলনা, বাংলাদেশ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে সেনাসদস্য নিহত, আহত ৬
  বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় নিহত ২

ভারত ও ইসরাইলে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি

ভারতে সাম্প্রতিক মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্র, যুব ও জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে সদর হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা ভারত, ইসরাইল, মোদি ও নেতানিয়াহু’র বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ শেষে পুরাতন বাস টার্মিনাল মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সামাজিক সংগঠক মিনহাজুল ইসলাম, জেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, শাফায়াত উল্লাহ ও নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ।

এ সময় বক্তব্যে সামাজিক সংগঠক মিনহাজুল ইসলাম বলেন, বাংলাদেশে আমরা হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। আমাদের দেশে একজন হিন্দুকেও ধর্মীয় কারণে হত্যা করা হয়নি। কিন্তু ভরতে মুসলিমদের উপর উগ্রবাদী হিন্দুরা আক্রমণ করছে, মুসলিমদের হত্যা করছে। এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু ভারতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নেই।

কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘকে জানিয়ে দিন যে, ভারত ও ইসরাইল কীভাবে মুসলিম নির্যাতন করছে। বিশ্ববাসীর নিকট আপনার গ্রহণযোগ্যতা রয়েছে। জাতিসংঘ আপনার কথা গ্রহণ করবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম, যুবনেতা রেজাউল ইসলাম, ছাত্রনেতা রাফায়েতুল হক তমাল, কাজী ইয়াজুর রহমান বাবু, ছাত্রনেতা রাশেদুল ইসলাম, সামাজিক সংগঠক মির্জা গালিব সতেজ, মাদরাসাতুত তাহফিজ নড়াইলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মেহেদী হাসান (নাসেরী), ছাত্রনেতা মো. আব্দুল কাদের মোল্যা, সাদাব আলম, মো. আলামিন মণ্ডল, সাদ বিন আবিদ, ইখতিয়ার উদ্দিন জিহাদ, ইয়াসিন আরাফাত, মেহরাব প্রান্তিক, মাহফুজ আহসান, মুনাওয়ার হোসাইন আসিফ, ইয়াসির আরাফাত, জারিফ বিন জাফরী, ঈসা শিকদার প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!